নবীন মেলার আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

আবু মুছা নূর-চেমন ফাউন্ডেশনের সৌজন্যে নবীন মেলা আয়োজিত আন্তঃ নবীন মেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় রহমতগঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীন মেলার স্থায়ী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। বক্তব্য রাখেন মেলার আজীবন দাতা সদস্য ইকবাল হোসেন, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সম্পাদক হারুন রশিদ ও ফ্রী ক্লিনিকের চিকিৎসক ডা. পারভেজ ইকবাল শরীফ। উপস্থিত ছিলেন মেলার সিনিয়ার সহ সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর রাশেদুল আলম,সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক ইমরান জুয়েল,আজীবন দাতা সদস্য আকবর হোসেন এবং শাহেদুল আলম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধবিপিএলে দর্শক ফিরবে কিনা পরিস্থিতির ওপর নির্ভর করবে