নবী রাসুলের আদর্শে মানব জীবন গড়ে তুলতে হবে

সুলতানুল মোনাজেরীন কনফারেন্সে বক্তারা

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদ আয়োজিত হযরত নূরী বাবা (রহ.) স্মরণে সুলতানুল মোনাজেরীন কনফারেন্স ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদাশীন সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাটের (মা.জি..) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সোলাইমান আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ, মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, প্রবন্ধ উপস্থাপনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান (মা.জি..)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মা.জি.), আল্লামা মুফতী আবদুল ওয়াজেদ (মা.জি.), . প্রফেসর নু ক ম আকবর হোসেন, . আ ত ম লিয়াকত আলী (মা.জি.), . মোহাম্মদ নুরুন্নবী আজহারী (মা.জি.), মাওলানা আবুল হাশেম আল কাদেরী প্রমুখ। সঞ্চালনায় মাওলানা নুরু উল্লাহ রায়হান খান। বক্তারা বলেন আউলিয়া কেরামগণ যুগে যুগে সত্য ন্যায়ের পথ প্রদর্শক। কোরান সুন্নাহর আলোকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। আলোকিত সমাজ গড়ে তুলতে নবী রসুলের আদর্শ মানতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ নালাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল