করোনার এ বছরে বড়ই নাজুক অবস্থায় রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। এই পরিস্থিতি থেকে চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে শুটিং শুরুর পাশাপাশি খুলে দেয়া হয়েছে সিনেমা হল। ইতোমধ্যে কয়েকটি সিনেমা মুক্তিও পেয়েছে। তবে দর্শকের আগ্রহের কেন্দ্রতে ছিল অনন্য মামুন পরিচালিত এবং শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার পর সেটিও মুক্তি পেয়েছে। তবে সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে।
গত ১৬ ডিসেম্বর রাতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু এই মাধ্যমে সিনেমাটি দেখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন দর্শকরা। ওটিটিতে সাবসক্রাইব করে ৯৯ টাকা খরচা করে গোটা সিনেমা দেখতে পারছেন না তারা। কারণ, সেখানে মুক্তি দেয়া হয়েছে ‘নবাব এলএলবি’র অর্ধেক অংশ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহু দর্শক। সিনেমার পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে অনেকে প্রতারণার মামলা করারও হুমকি দিয়েছেন।
তবে এটাকে প্রতারণা বলতে নারাজ পরিচালক অনন্য মামুন। ব্যাপারটাকে তিনি বিজিনেস পলিসি হিসেবে উল্লেখ করেছেন। মামুন দাবি করেছেন, ‘কোনো প্রতারণা করিনি। এমন তো নয় যে ৯৯ টাকায় পুরো সিনেমা দেখাচ্ছি না। যারা ৯৯ টাকায় টিকিট কেটেছেন, তারা এক টিকিটেই প্রথম পার্ট দেখেছেন, পরে পরের পার্টও দেখতে পাবেন। সিনেমাটির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা। এত বড় সিনেমা এক পার্টে মুক্তি দেয়া সম্ভব নয়। এ জন্যই দুই অংশে মুক্তি দেয়া হবে।’
কিন্তু দর্শকের প্রতিক্রিয়া কী? মিফতাহ উদ্দিন নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘পরিচালক অনন্য মামুনের এই যুক্তিকে সমর্থন করি না। আগে জানানো উচিত ছিল। দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দেব না। সিনেমার বাকি অংশ দেখার জন্য কেউ এতদিন অপেক্ষা করবে না। মানুষের এত সময় নেই। প্রয়োজনে ভোক্তা অধিকার আইনে মামলা করব। সবার উদ্দেশ্যে বলছি, আসুন এমন প্রতারকদের আমরা বর্জন করি। সিনেমাপ্রেমীদের ইমোশন, অর্থ নিয়ে খেলার সাহস তাদের কে দিয়েছে?’ এস এ সাব্বির নামের আরেক দর্শক লিখেছেন, ‘আসলে তারা অ্যাপে সিনেমা দেখার পদ্ধতিটা বুঝতে পারছেন না, আহা কী সস্তা যুক্তি। বিজনেস পলিসির নাম করে স্ক্যামিং করতে লজ্জা করে না? এ দেশে হইচই, এরোজ, নেটফ্লিঙ কি চলে না? ভালো সিনেমার জন্য বাংলাদেশের দর্শকদের আর কত ধোঁকা খেতে হবে? সাইবার গোয়েন্দাদের উচিত এগুলো খতিয়ে দেখা।’ দর্শকদের মতো এ ঘটনায় ক্ষেপেছেন সিনেমার নায়ক শাকিব খানও। তিনি বলেছেন, ‘এটা দর্শকের সঙ্গে অনেক বড় প্রতারণা। কোনো অবস্থায় বিজিনেস পলিসি হতে পারে না। দর্শকরা এর আগে এত বড় প্রতারণার শিকার হয়েছে বলে মনে হয় না। অর্ধেক সিনেমা মুক্তি সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র। শুরু থেকেই সিনেমাটি নিয়ে নানা ধরনের প্রতারণা হচ্ছিল। পরিচালক-প্রযোজককে একাধিক বার সাবধানও করা হয়েছে। কিন্তু কানে তোলেনি। তাদের অপেশাদার আচরণে আমরাও বিরক্ত।’