হেমন্ত বরণে, ধরণী চরণে,
ফুটল হাজার ফুল!
রং লাগিয়ে মনে, পাখির কলতানে,
ভাঙল মনের সব ভুল!
সবুজের বিছানায়, শুধু ঢেউ খেলে যায়,
সোনালি তরঙ্গ!
শুভ্র মেঘের আকাশ, মাতাল করা বাতাস,
নাচায় আমার দেশ বঙ্গ!
কিষানের চোখে আজ, কী স্বপ্ন
কারুকাজ! নাচে আরো অঙ্গ!
কিষানির দেখ্ আঁখি, হাসি মাখামাখি,
অভিমান সব ভঙ্গ!
চৌদিকে কলরব, আজ নবান্ন উৎসব,
শুধুই পিঠার ঘ্রাণ।
হেমন্ত এলে যে, এই প্রকৃতির মাঝে,
জেগে ওঠে প্রাণ!