নবম ম্যাচে এসে জয়ের দেখা পেল সিটি কর্পোরেশন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়টা যেন সোনার হরিণ হয়েই দাড়িয়েছিল সিটি কর্পোরেশন একাদশের জন্য। একে একে টানা আটটি ম্যাচে হেরে রেলিগেশনের ক্ষন গণনা করছিল অফিস দলটি। অবশেষে নবম ম্যাচে এসে জয়ের দেখা পেল সিটি কর্পোরেশন একাদশ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শহীদ শাহজাহান সংঘকে ৪২ রানে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ নিল সিটি কর্পোরেশন একাদশ। এদিকে টানা ছয় ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতেছিল শহীদ শাহজাহান সংঘ। গতকাল তাদের সে জয়ের ধারায় ছেদ পড়ল। এখনো রেলিগেশন শংকায় রয়েছে শহীদ শাহজাহান সংঘও। তাই লিগের শিরোপা কার ঘরে যাবে সেটা যেমন এখনো অনিশ্চিত হয়ে আছে তেমনি কোন দল নেমে যাবে সেটাও অনিশ্চিত হয়ে আছে। গতকাল সিটি কর্পোরেশনের জয়ে রেলিগেশন পর্বটা আরো জমে গেল। যদিও লিগে প্রতিটি দলের এখনো দুটি করে ম্যাচ বাকি। তাই অপেক্ষায় থাকতে হচ্ছে। সকালের বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ৫০ ওভারের পরিবর্তে ২১ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি সিটি কর্পোরেশন একাদশ। প্রথম ওভারেই ওপেনার মোরশেদ চৌধুরীকে হারায় তারা। চতুর্থ ওভারে ফিরেন রায়িদ আহমেদ। দলের রান তখণ ১৩। ১৪ রান করে আবু নেওয়াজ লিখন যখন ফিরেন তখন ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে সিটি কর্পোরেশন একাদশ। এরপর জুটি গড়েন শরীফুল এবং আরিফ রেজা। ৫৬ রান যোগ করার পর ফিরেন আরিফ রেজা। ২৫ বলে ২টি চার এবং ৩টি ছক্কার সাহােয্েয ৪১ রান করে আসেন আরিফ। ৬ রান পর ফিরেন শরীফুল। ফেরার আগে ৩৮ বলে করেন ২৫ রান। ষষ্ট উইকেটে আশিকুল এবং শোভন মিলে যোগ করেন আরো ৩৮ রান। আর তাতেই ২১ ওভারে সিটি কর্পোরেশন একাদশের ইনিংস গিয়ে দাড়ায় ১৪৪ রানে। আশিকুল ১৯ বলে ২৪ এবং শোভন ১৭ বলে করেন ৩০ রান। শহীদ শাহজাহান সংঘের পক্ষে নবীন ইসলাম ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় শাহজাহান সংঘ। ৫ রান করে ফিরেন সাদমান। সপ্তম এবং অষ্টম ওভারে শাহানুর এবং শাহাদাত ফিরলে চাপে পড়ে শাহজাহান সংঘ। তার আগে ফিরেন ওপেনার আবদুল্লাহ হানিফ। ১৯ রান করেন তিনি। ৭১ রানের মাথায় পঞ্চম উইকেট হিসেবে ২২ রান করা আবদুল কাদের রাসেল ফিরলে ব্যাটিংয়ে ধস নামে শাহজাহান সংঘের। ৭১ রানে ৫ উইকেট হারানো শাহজাহান সংঘ পরের ৫টি উইকেট হারায় ৩১ রানে। সিটি কর্পোরেশন একাদশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে পড়ে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি শাহজাহান সংঘের ব্যাটাররা। ফলে ১৭.৫ ওভারে ১০২ রানে অল আউট হয় শহীদ শাহজাহান সংঘ। দলের পক্ষে অন্যান্যের মধ্যে তালহা ১০ এবং নওশাদ করেন ১৬ রান। সাতজন ব্যাটার আউট হয়েছেন দুই অংকের ঘরে যাওয়ার আগে। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ১৩ রানে ৩টি উইকেট নিয়েছেন তানভীর হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন সোহেল, সাজ্জাদ এবং রায়িদ।

আজ লিগের নবম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯ টায়।

পূর্ববর্তী নিবন্ধশেষ দুই ম্যাচের স্কোয়াডে সাকিব-মোস্তাফিজ-সৌম্য
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১৩.৬০ কোটি টাকা