নববর্ষে অনাথ শিশুদের মাঝে পোশাক ও মিষ্টি বিতরণ

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষের প্রথমদিন কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্যোগে ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় মাহামুনি বিধবা ও অনাথ শিশু কল্যাণ কেন্দ্রে শিশুদের মাঝে নতুন পোশাক ও মিষ্টি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিশুদের হাতে নতুন পোশাক ও মিষ্টি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নববর্ষ এই পথচারী শিশুদের সাথে উদযাপন করতে পেরে আমার খুব ভাল লাগছে। বাবা-মা হারা শিশুদের মুখের হাসি বলে দিচ্ছে নতুন পোশাক ও মিষ্টি পেয়ে তারা কি পরিমাণ খুশি। উপস্থিত ছিলেন লায়ন সুপ্রভা বড়ুয়া, লায়ন মোসলেহ উদ্দীন অপু, লায়ন আব্দুল রহিম, লায়ন শুভ নাজ জিনিয়াসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান প্রেস ক্লাবের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিক আবদুর রউফ পাটোয়ারী স্মরণে দোয়া মাহফিল