নববর্ষ

কেশব জিপসী | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

নববর্ষে ক্যালেন্ডারে

বদলে দেওয়া দিন,

নববর্ষে সবাই মিলে

চাই হতে রঙ্গিন।

নববর্ষে শোভাযাত্রায়

মঙ্গল আহ্বান,

নববর্ষে বটমূলে

রবির কোরাস গান ।

নববর্ষে গাঁয়ের পথে

মেলার আয়োজন,

নববর্ষে ইচ্ছে করে

ভরাই সুখে মন।

নববর্ষে সবাই বোনে

আশার মায়াজাল,

নববর্ষে ভাবনা জাগে

কেমন যাবে কাল?

পূর্ববর্তী নিবন্ধনববর্ষের খুশি
পরবর্তী নিবন্ধনতুন বছর