নব তরুণ ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

নব তরুণ ব্লাড ব্যাংকের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গত ৬ আগস্ট হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গুণিজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা এস এম মুহিবুল হক মুহিবের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ নুরুল ইসলাম রাশেদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন নব তরুণ ব্লাড ব্যাংকের পৃষ্ঠপোষক ও হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব তরুণ ব্লাড ব্যাংকের উপদেষ্টা অধ্যাপক নাজমুল হুদা মনি, অশোক কুমার নাথ, এনামুল হক চৌধুরী, আলাউদ্দিন, আইয়ুব খান লিটন ও জাহেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মাসুম চৌধুরী বলেন, অঢেল অর্থবিত্তে মালিক হলে বড় লোক হয় না, মহামানবতার সেবায় যারা জীবন উৎসর্গ করেন তাঁরাই বড় লোক। এতে আরও বক্তব্য রাখেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সামাজিক ব্যক্তিবর্গ ও চট্টগ্রাম বিভাগের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গত মানুষের মাঝে দক্ষিণজেলা যুবলীগের ত্রাণ বিতরণ