নন্দনকাননে রেস্টুরেন্টে অসামাজিক কাজ, সাথে নিম্নমানের খাবার দুই লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর নন্দকানন এলাকার হিল সাইড রেস্টুরেন্টকে অসামাজিক কার্যকলাপ, অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মেট্রো অফিসের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কতুব উদ্দিনকে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচাকসুর নির্বাচিতদের গ্যাজেট আজ, শপথ বৃহস্পতিবার