নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে গুরুতর দগ্ধ নারী নাসরিন আকতার (৩২) মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার রাত ১০টার দিকে নন্দনকাননের ৩ নম্বর হোসেন মঞ্জিল গলির উকিল বাবুর ভবনে রান্নার চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে নাসরিন ও তার শিশু সন্তান আব্দুল্লাহ আল তায়িফ (৩) আহত হন। আগুনে নাসরিনের শরীরের ৯০ শতাংশ ও তায়িফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য নাসরিনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালী থানার উপ–পুলিশ পরিদর্শক রবিউল আলম। তবে শিশু তায়িফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।