নন্দনকানন তুলসীধামে স্মরণ উৎসব আজ

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

ঋষিকূল শিরোমণি স্বামী নারায়ণ পুরী মহারাজের মহাপ্রয়াণের ১০ম স্মরণ উৎসব ৮১০ মার্চ নন্দনকানন মহানির্বাণ তীর্থ তুলসীধামে অনুষ্ঠিত হবে।

তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেধ্বজা উত্তোলন, সমাধিপীঠে গীতা ও চণ্ডীপাঠ, প্রদীপ প্রজ্বলন, গুরুপূজা, সমবেত প্রার্থনা, অদ্বৈতঅচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ভক্তিগীতি, অধিবাস কীর্তন, অষ্টপ্রহর নামযজ্ঞ, দীক্ষাদান, অদ্বৈতঅচ্যুত চিকিৎসক ফোরামের পরিচালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প। অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি দে, সাধারণ সম্পাদক গৌতম শংকর ধর ও অর্থ সম্পাদক সুজিত হাজারী স্মরণোৎসবে স্বামীজির সকল ভক্তশিষ্যের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সিংহরা নাথ পাড়ায় ধর্মসভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ