নন্দনকানন তুলসী ধামস্থ নির্জন রাস্তাটি আন্দরকিল্লা পর্যন্ত চলে গেছে, বেশ কয়েক বছর ধরে কোনো কারণ ছাড়াই এই রোডটা বন্ধ করে রাখা হয়েছে, বদ্দারহাট থেকে যেসব গাড়ি নিউমার্কেট পর্যন্ত আসা-যাওয়া করে, সেগুলো রয়েল রোডের ঢালু রাস্তা দিয়ে নামতে হয়, সিনেমাহলের সামনে চার রাস্তার মোড় হাওয়ায় প্রায় সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা সংঘটিত হয়, আশ্চর্যজনক বিষয় হচ্ছে তুলসী ধাম রোডটা নিস্তব্ধ নিরিবিলি হওয়াতে, পথচারীরা ছিনতাইয়ের সম্মুখীন হয়, তার পাশাপাশি টিএন্ডটি অফিসের পাহাড়ের পাদদেশে ভাসমান পতিতাদের উপদ্রব, নিরীহ লোকজন এই পথ দিয়ে চলাফেরা করলে, ছিনতাইকারীরা সর্বস্বান্ত করে ছাড়ে, নীরব নিস্তব্ধ তার কারণে এই রোডটিতে কোন প্রকার সিটি কর্পোরেশনের লাইট লাগানো নাই। ওই এলাকা দিয়ে সন্ধ্যার পর মানুষ চলাফেরা করতে ভয় পায়, শুধুমাত্র গাড়ি চলাচল এবং বাতি না থাকার কারণে।
উক্ত এলাকার মানুষজনও জানে না কী কারণে এই রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে। সন্ধ্যা নামলেই এই রোডটা অপরাধীদের অভয়ারণ্য হয়। বিজ্ঞ মহলের দাবি সিটি কর্পোরেশনের লাইট দিয়ে উক্ত এলাকাকে আলোকিত করলে এবং গাড়ি চলাচলের জন্য সুযোগ করে দিলে, বিভিন্ন রকম দুর্ঘটনা, অসামাজিক কার্যকলাপ, ছিনতাই মতো অপরাধ বন্ধ হয়ে যেত। এতএব প্রশাসনের সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ আলোকিত এবং গাড়ি চলাচলের পথ সুগম করে দিলে, দুর্ঘটনাসহ বিভিন্ন রকম অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যেতো। আবারো প্রশাসনের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।