নন-ক্যাডার কলেজ শিক্ষক সমিতির আলোচনা সভা

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

২০১৮ বিধিতে সরকারিকৃত ৩৩৫ টি কলেজে নিয়োগপ্রাপ্ত ননক্যাডার শিক্ষকদের সংগঠন ‘ননক্যাডার কলেজ শিক্ষক সমিতি’র উদ্যোগে আয়োজিত ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুই পর্বে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও ঢাকাস্থ স্টার হোটেলে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে সকল শিক্ষক সংগঠনকে একত্রিত করে একটি একক সংগঠনে রূপ দেয়া এবং একটি নির্বাচিত প্রতিনিধি তৈরির লক্ষে ডিসেম্বর২০২৫ এ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হয়। ভোটার তালিকা তৈরি, কলেজ পর্যায়ে শিক্ষকদের সাথে সমন্বয় ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য কুমিল্লা মানিকারচর সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদকে সভাপতি এবং রাউজান সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আতিক উল্লাহ চৌধুরীকে সদস্য সচিব করে ৫৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি এবং খাগড়াছড়ি গুইমারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। দ্বিতীয় পর্বে ননক্যাডার কলেজ শিক্ষক সমিতির ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। আলোচনা পর্বে শিক্ষক নেতারা বদলি, পদোন্নতি, পদসোপান, স্থায়ীকরণ, গ্রেড অবনমন ও অন্যান্য সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ২০১৮ বিধিতে বিদ্যমান বৈষম্য এবং চলমান সংশোধনী কার্যক্রম নিয়ে কালক্ষেপনের বিষয়েও হতাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন গাজা পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভে লাখো মানুষ
পরবর্তী নিবন্ধবারখাইন ইউপি চেয়ারম্যান শাকিল ও বটতলী ইউপি মেম্বার দিদার গ্রেপ্তার