নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

মহেশখালীর কোহেলিয়া নদীতে মাছ ধরার সময় জোয়ারের পানির তোড়ে ভেসে গিয়ে এক কিশোর জেলে নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম মো. শাকিব (১৫)। সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আকবর হাজ্বী পাড়া গ্রামের মো. আবু তাহেরের পুত্র।
স্থানীয় আবু বকর সিদ্দিক জানান, কিশোর মো. সাকিব দুপুর বারোটার দিকে কোহেলিয়া নদীতে মাছ ধরার সময় ছোট্ট খাল পারাপার করতে গিয়ে জোয়ারের তোড়ে ভেসে যায়। পরে তাকে উদ্ধারের জন্য গ্রামবাসী ওই নদীতে রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ও তার সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে নদীতে তার সলিল সমাধি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরিভার শাইন রোটারী ক্লাবের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধইউসিটিসির ভর্তির সময়সীমা ৫ দিন বাড়লো