নদী ও খাল রক্ষায় তিন দফা

পাঁচ সংগঠনের প্রতিবাদ কর্মসূচি পালন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আজকের (বৃহস্পতিবার) মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের ঘোষণা না দিলে কর্ণফুলীর তীরে প্রতিবাদী মঞ্চ করে লাগাতার আন্দোলন করবে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনসহ পাঁচ সংগঠন। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের উদ্যোগে গতকাল বন্দর ভবন চত্বরে আয়োজিত এক প্রতিবাদী কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেয়া হয়েছে। তিন দফা দাবি হচ্ছে, কর্ণফুলীর মাঝখানে জেটি নির্মাণ বন্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৪ সালে তৈরি স্ট্রেটেজিক মাস্টার প্ল্যান অফ চট্টগ্রাম পোর্ট অনুযায়ী কর্ণফুলীর নাব্যতা ফিরিয়ে আনা এবং হাইকোর্ট নির্দেশিত অবৈধ মাছ বাজার ভেড়া মার্কেটসহ ২০৮১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। গতকালের কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম ও এস কে ফাইন্ডেশনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে।

দুই ঘণ্টা ব্যাপী চলমান অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, কর্ণফুলী নাব্যতা স্বাভাবিক রেখে বন্দর রক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশে ২০১৪ সালে এশিয়ান ডেভেলফমেন্ট ব্যাংক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। কিন্তু এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না করে অসাধু একটি চক্র নানাভাবে কর্ণফুলীকে হত্যা করছে।

অবস্থান ধর্মঘটে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের অপারেশন জ্যাক পট বিশ্বের একটি অনন্য সাধারণ ঘটনা। সেই অপারেশনের নায়করা এখন মরে যায়নি। কর্ণফুলী হত্যা বন্ধ না করলে মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে। যা বন্দর চেয়ারম্যানসহ সকল কর্মকর্তাদের জন্য সুসংবাদ নয়। তিনি বলেন, আমাদের বাধ্য করবেন না। অচিরেই কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক। অবস্থান ধর্মঘট কর্মসূচিতে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, বেলার মনিরা পারভিন রুবা, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি, এস কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেজাউল করি সিকদার বাপ্পী, গ্রিন ফিংগার্স এর কো ফাউন্ডার আবু সুফিয়ান, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা ফারমিন এলাহি ইরা, কারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, সাংবাদিক তুষার মুজিব প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবনে বাঁধ দিয়ে মাছ চাষ, নদভীর পিএসসহ ১৫ জনের বিরুদ্ধে দুই মামলা
পরবর্তী নিবন্ধনদভী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা