নতুন ৫২ পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিককে সংবর্ধনা দিল বিজিএমইএ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২ বছরে নতুন স্থাপিত ৫২টি পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সংবর্ধনা দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল সন্ধ্যা ৬টায় বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, নতুন স্থাপিত পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চট্টগ্রাম থেকে এই শিল্পের যাত্রা শুরু হলেও বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে আমরা পিছিয়ে পড়েছি। চট্টগ্রামে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে শিল্প কারখানা স্থাপন, কাস্টমস্‌্‌, বন্ড, বন্দর ও ব্যাংকসহ সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক ব্যবসাবাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টিতে বিজিএমইএ সচেষ্ট রয়েছে। বিজিএমইএ’র সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ পরিবেশ বান্ধব ও কমপ্লায়েন্স হওয়ার কারণে বিশ্ব বাজারে প্রশংসিত হলেও চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতির কারণে আমাদের পোশাক শিল্প সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। নতুন নতুন মার্কেট অনুসন্ধানের মাধ্যমে রপ্তানি বৃদ্ধিতে নতুন পোশাক শিল্প প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে নতুন পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকবৃন্দের সাথে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ ও এসএম আবু তৈয়ব প্রমুখ। উল্লেখ্য, বর্তমানে নতুন স্থাপিত প্রতিষ্ঠানসহ চট্টগ্রাম অঞ্চলে বিজিএমইএ সদস্য সংখ্যা ৬৫৮টি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর মামলা দরদ দিয়ে পরিচালনা করতে হবে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্ব নির্মূলে হত্যা করা হয় শেখ রাসেলকে