দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। গানের আঙ্গিনায় নতুন এক ট্রেন্ড নিয়ে তিনি হাজির হয়েছিলেন। সেই ট্রেন্ড ধরে এসেছে অনেক তারকা শিল্পী ও শ্রোতাপ্রিয় গান। তিনি আগের মতো খুব একটা নিয়মিত নন। তবে নিজের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন। সেই ধারাবাহিকতায় গত শনিবার প্রকাশ পেয়েছে তার সর্বশেষ গান ‘জানি না’। শ্রাবণের লেখা এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন হাবিব নিজেই। গানটি অডিও আকারে শোনা যাচ্ছে হাবিব ওয়াহিদ নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এটি।