নতুন সাজে লালদীঘি মাঠ

ঐতিহাসিক ছয় দফার স্মৃতি সংরক্ষণে প্রকল্প

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

নতুন সাজে সাজছে ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত নগরের লালদীঘি ময়দান। এ জন্য নেয়া হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লালদীঘি ময়দানকে ঘিরে ঐতিহাসিক ছয় দফার স্মৃতি সংরক্ষণে প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির অনুমোদন নিয়ে গৃহীত প্রকল্পের আওতায় মাঠের একপাশে মুক্তমঞ্চ রয়েছে। ইতোমধ্যে এর কাজ শেষ হয়েছে। এ ছাড়া মাঠ উঁচু করে সেখানে উন্নত মানের ঘাস রোপণ করা হয়েছে। মাঠের প্রবেশপথে থাকবে দুটো ফটক। মাঠের দেয়ালজুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ছয় দফা আন্দোলনের চিত্র থাকবে। এছাড়া শিশু-কিশোরদের শরীর চর্চার সুযোগ রাখার পরিকল্পনা আছে। প্রকল্পের আওতায় দেবদারু গাছের মাধ্যমে মাঠের চারপাশে সবুজবেষ্টনী তৈরি করা হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী দৈনিক আজাদীকে বলেন, ‘লালদীঘি মাঠটি অনেক স্মৃতিবিজড়িত। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে যে স্বাধীনতার বীজ বপন করেছিলেন সেটাও এই লালদীঘি মাঠ থেকে হয়েছিল। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল মাঠকে ঘিরে ইতিহাস সংরক্ষণের। মাঠটি উন্নত করার। মাননীয় শিক্ষা উপমন্ত্রী এগিয়ে এসেছেন। এজন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। সাবেক এ কাউন্সিলর বলেন, এলাকাবাসী চায় এখানে একটি এলইডি টেলিভিশন স্থাপন করা হোক। সরকারের ভাল উদ্যোগগুলো সেখানে প্রচার করা যেতে পারে। প্রসঙ্গত, লালদীঘি মাঠটি চট্টগ্রামের শত বছরের সংস্কৃতি চর্চার অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রামের স্মৃতি জড়িয়ে আছে এ মাঠের। বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশের পরিকল্পনার কেন্দ্রে থাকা এ মাঠের ঐতিহাসিক গুরুত্ব আজ চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারাদেশে। ১১০ বছর আগে এ মাঠে শুরু হওয়া জব্বারের বলী খেলাও এখন আর্ন্তজাতিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই শ্রমিকের মৃত্যু আহত ৩
পরবর্তী নিবন্ধচেক চুরির মামলায় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার