নতুন শপথের আহ্বানে

জায়তুন্নেছা জেবু | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। ১৬ই ডিসেম্বর ছিল আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছে এই বিজয়। ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় আমদের গৌরব। শোষণের বিরুদ্ধে সংগ্রামে অর্জিত বিজয় আমাদের চেতনায় চির অম্লান। এই চেতনাকে ঘিরে নাগরিকের ভাবনার শেষ নেই। লাখো শহীদের স্বপ্ন সাধ বাস্তবায়নের জন্য নাগরিকের ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ের চেতনায় নাগরিকের ভাবনার মধ্যে বিজয় মেলা শুরু করার চিন্তাধারা অব্যাহত রাখে। এই মেলার মাধ্যমে হাজারো মানুষের ঢল নামে। ছোট ছোট বাচ্চাদের জন্য বইমেলা, ড্রইং, চিত্রাঙ্কন, প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও শহীদদের স্মরণে দেশাত্মবোধক গানের আয়োজন করে। বিজয় দিবসের চেতনা চির জাগ্রত হোক, পতাকার মান অক্ষুণ্ন থাকুক, শোষণ -নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নতুন শপথের আহ্বানে সাড়া দিয়ে, লাখো শহীদের স্বপ্ন সাধ বাস্তবায়নের জন্য বিজয় দিবসের চেতনা চির জাগ্রত রাখি। লেখক: শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ হোক পর্যটন এলাকা, নিরাপদ থাকুক সকল পর্যটক
পরবর্তী নিবন্ধবিনিময় নয় আত্মত্যাগ বা বিসর্জন