নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদুহ। এনপিএর ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত।

প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা মীর হুযাইফা আল মামদুহ জানান, এনপিএর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল হবে। এ সময় ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন মামদুহ। বাকি নামগুলো পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

নাফিজা জান্নাত বলেন, পাঁচটি মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএর কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণপ্রকৃতিপরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকারকর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজিও রয়েছেন নতুন প্ল্যাটফর্মে।

পূর্ববর্তী নিবন্ধওমানে নিহত তিনজনের মরদেহ এলো দেশে
পরবর্তী নিবন্ধজোটের প্রার্থী কে? জামায়াত নাকি খেলাফত মজলিশ