নতুন রাজনৈতিক দলের পলিসিতে নতুন কিছুই দেখিনি

চবিতে ইফতার মাহফিলে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেসময় তিনি যেসকল পলিসি গঠন করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। নাসির বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা নতুন কোনো কিছুই দেখিনি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দীন বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের পলিসিতে নতুন কোনো কিছুই দেখিনি। তবে এটি দোষের কিছু নয় বলে আমরা মনে করছি। নতুন রাজনৈতিক দলের মধ্যে নতুন কোনো সাংগঠনিক কাঠামো আমরা লক্ষ্য করিনি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ থেকে হয়েছে বলে আমরা মনে করছি। তিনি বলেন, নতুন দলের বৈদেশিক নীতির বিষয়ে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব তৈরি করেছিল। বাংলাদেশের প্রতিটি মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব তৈরি করেছে। এর বিপরীতে নতুন রাজনৈতিক যে দল গঠিত হয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তাদের বৈদেশিক নীতি কি হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু আমরা জানতে পারিনি। আপনারা দেখবেন নতুন রাজনৈতিক দল তাদের ন্যূনতম সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভুল ধরিয়ে তাদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমাদের সার্বিকভাবে মনে হয়েছে এই দল কোনোভাবেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারেনি বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত করতেই তারা এই দল গঠন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও নগরের ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। এতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সভাপতি আলাউদ্দিন মহশিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, ছাত্রদলের সাবেকবর্তমান নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় করেছে