নতুন যুদ্ধবিমান বানাতে জোট বাঁধল যুক্তরাজ্য, ইতালি, জাপান

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে এমন যুদ্ধবিমান বানাতে যুক্তরাজ্য, ইতালি ও জাপানের যৌথ উদ্যোগের ঘোষণা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরাপত্তা সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই তিন দেশ মিলে যে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান বানাবে তা ধীরে ধীরে ‘টাইফুন’ জেটের জায়গা দখল করে নেবে। নতুন এ যুদ্ধবিমানগুলো আগামী দশকের মাঝামাঝি বাহিনীতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজের।

নতুন এ ‘টেম্পেস্ট’ জেট অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। যুদ্ধবিমানটি বানানোর কাজ এরইমধ্যে শুরুও হয়ে গেছে, লক্ষ্য হচ্ছেএমন একটা যুদ্ধযান বানানো যেটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে দ্রুতগতিতে চলতে পারবে, অত্যাধুনিক সেন্সর এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করতে পারবে যা বিহ্ববল হয়ে পড়া বা তীব্র চাপে থাকা পাইলটকে সহায়তা দেবে।

প্রয়োজনে পাইলটের নির্দেশনা ছাড়াই বিমানটি উড়তে পারবে, পারবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে। এ ধরনের জটিল যুদ্ধবিমান বানাতে বিপুল ব্যয় হয়, এখন পর্যন্ত যত বিমান এসেছে, তার মধ্যে পেন্টাগনের এফ ৩৫ জঙ্গিবিমান বানাতেই সবচেয়ে বেশি খরচ হয়েছে। ব্যয়ের কথা মাথায় রেখে যুক্তরাজ্য অনেকদিন ধরেই প্রকল্পটির জন্য অংশীদার খুঁজছিল, ইতালি আগেই রাজি ছিল, সর্বশেষ জাপানও যুক্ত হল।

পূর্ববর্তী নিবন্ধবাউটের বিনিময়ে ব্রিটনিকে মুক্তি দিল রাশিয়া
পরবর্তী নিবন্ধইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে আরো হামলার অঙ্গীকার পুতিনের