নতুন বৌ নিয়ে সামরিক হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন তালেবান কমান্ডার

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

এক তালেবান কমান্ডার নতুন বিয়ে করা স্ত্রীকে বাড়িতে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্ত্রীকে নিয়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশ থেকে খোস্ত প্রদেশে উড়ে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস তাকে তালেবানের হাক্কানি শাখার কমান্ডার হিসেবে দাবি করেছে। ভাইরাল হওয়া হওয়া এক ভিডিওতে ওই কমান্ডারকে কনের বাড়ির কাছে হেলিকপ্টার নিয়ে নামতে দেখা গেছে।

তিনি কনেকে তার সঙ্গে বিয়ে দেওয়ার যৌতুক হিসেবে শ্বশুরকে ১২ লাখ আফগানি দিয়েছেন বলেও খবর হয়েছে। বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ওই কমান্ডারের বাড়ি খোস্তে এবং তার শ্বশুরবাড়ি লোগারের বারকি বারাক জেলায়। শনিবার বারকি বারাকের শাহ্‌ মাজার এলাকা থেকে ভাইরাল হওয়া ভিডিওটি ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার আর্কটিক অঞ্চলে বিশাল তেলের খনির সন্ধান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলায় সন্দেহভাজন আটক