নতুন বছরেই আসতে পারে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

সামনের বছরের শুরুতেই লিব্রা ক্রিপ্টোকারেন্সি বা স্টেবলকয়েন আনার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক, এমনটাই দাবি করেছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র। শুক্রবার এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, জানুয়ারিতেই লিব্রা চালুর পরিকল্পনা রয়েছে ফেইসবুক নেতৃত্বাধীন জেনিভা-ভিত্তিক লিব্রা অ্যাসোসিয়েশনের। ডলার-ভিত্তিক একটি ডিজিটাল কয়েন চালুর প্রস্তুতি সারছে সংস্থাটি। খবর বিডিনিউজের।
চলতি বছরের এপ্রিলেই এই ডিজিটাল কয়েন আনার প্রস্তাব করেছিলো লিব্রা অ্যাসোসিয়েশন৷ নীতিমালা এবং রাজনৈতিক বিরোধিতার কারণে কয়েক দফা পিছিয়েছে প্রকল্পটি৷
গত বছরই লিব্রা উন্মোচন করেছে ফেসবুক৷ এই কয়েনের কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং অর্থের মূল ক্ষমতায় বদল আসতে পারে বলে সে সময় শঙ্কা প্রকাশ করেছেন বৈশ্বিক নীতিনির্ধারক এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো৷ এমন পরিস্থিতিতে লিব্রার একটি ছোট সংস্করণ চালুর পরিকল্পনা করে ফেইসবুক৷ লিব্রা অ্যাসোসিয়েশনের নতুন পরিকল্পনার পরও পরবর্তীতে অন্যান্য প্রথাগত মুদ্রাভিত্তিক কয়েন চালু করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস৷ পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লিব্রা অ্যাসোসিয়েশন৷
এপ্রিলে সুইস নীতিনির্ধারক এফআইএনএমএ এক বিবৃতিতে জানিয়েছে, লেনদেন লাইসেন্সের জন্য আবেদন করেছে লিব্রা৷ আবেদনের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি নীতিনির্ধারক সংস্থাটি৷
প্রথাগত ক্রিপ্টোকারেন্সির অস্থিরতা এড়াতেই নকশা সাজাচ্ছে লিব্রার মতো স্টেবলকয়েন৷ তাত্ত্বিকভাবে লেনদেন এবং অর্থ স্থানান্তরের জন্য আরও উপযুক্ত হবে এই স্টেবলকয়েন।

পূর্ববর্তী নিবন্ধঅভিষেকের অপেক্ষায়
পরবর্তী নিবন্ধবন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোস সেভেনে ক্রোম ব্রাউজিং সেবা