নতুন বছরে কুসুমের ‘মরীচিকা মায়া’

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

আট বছর পর ‘শরতের জবা’র মধ্য দিয়ে সিনেমায় ফেরেন কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো এটি নির্মাণও করেন তিনি। ছবি থেকে ভালোই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এদিকে এর আগে একটি মিউজিক্যাল ফিল্মও প্রকাশ হয়েছে কুসুমের। ‘নেশা’ নামক সেই গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে দুর্দান্ত অভিনয়ও করেন তিনি। সেই নিয়ে আলোচনাও কম হয়নি।

এদিকে নতুন খবর হলো, দ্রুতই আরও একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন কুসুম। কুসুম বলেন, গানের প্রতি টান আমার অনেক আগে থেকেই। পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হওয়ার কারণে গান আর করা হয়নি। কুসুম বলেন, মিউজিক্যাল ফিল্ম আরও একটি তৈরি হয়ে আছে আমার। নাম ‘মরীচিকা মায়া’।

মিউজিক্যাল ফিল্মটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত মিনিট। কাজটির কম্পোজিশন করেছেন সন্ধি। লিখেছি আমি ও সন্ধি। এর মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান খান। দ্রুতই এটি প্রকাশ্যে আনবেন বলে জানালেন কুসুম। তিনি বলেন, সিনেমার জন্য হল কিংবা ওটিটি আছে। কিন্তু মিউজিক্যাল ফিল্মের জন্য কোনো প্ল্যাটফরম নেই। আমার নিজের ইউটিউব চ্যানেলও নেই। নতুন বছরেই কোনো একটি প্ল্যাটফরম থেকে এটি প্রকাশ করবো বলে ঠিক করেছি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশে নতুন বিপিএল বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধহীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ