নতুন বছর

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

নতুন বছর নতুন আলো নতুন ভোর

নতুন ভোরের দু’হাত খোলে নতুন দোর।

নতুন শাখায় নতুন কুঁড়ি নতুন প্রাণ

নতুন ফুলের নতুন কলি নতুন ঘ্রাণ।

নতুন হাসির পাপড়ি মেলে নতুন সুখ

নতুন দিনের সূর্য হাসির নতুন মুখ।

নতুন ডালে হাসে সবুজ নতুন পাতা

মহাজন আজ খুলে বসে নতুন খাতা।

নতুন দিনে বাদ পুরাতন নতুন সব

দুঃখ ভুলে উঠুক খুশির নতুন রব।

মনের ভাবনা চিন্তা সকল নতুন আজ

নবোদ্যমে শুরু সকল নতুন কাজ।

নতুন বছর অশুভ ক্রোধ ঘুচেই যাক

নতুন বছর পাক না খুঁজে নতুন বাঁক।

নতুন আশার ভালোবাসার নতুন ঘর

থাক মমতা বোধটা জেগে পরস্পর।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ
পরবর্তী নিবন্ধবিনতু ও তার ছানা