নতুন বছর

সুশান্ত কুমার দে | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

নতুন বছর আসুক ফিরে

নতুন খবর নিয়ে,

সবার জীবন সুখী হোক

হাসি খুশি দিয়ে।

নতুন আলোর স্বপ্ন ভরা

সবারই প্রাণে প্রাণে,

পুরাতনের দুঃখকষ্টটা

থাকুক অভিমানে।

জ্যোৎস্না ভরা সুনীল আকাশ

স্বচ্ছ আলোর ধারা,

সবারই জীবনে আসুক ফিরে

একটাই শুকতারা!

পূর্ববর্তী নিবন্ধআমাদের বৈশাখ
পরবর্তী নিবন্ধবছর ঘুরে বৈশাখ এলো