নতুন বছর

মোঃ আশতাব হোসেন | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

নতুন বছর নতুন জামা

কিনে আনছে ছোট মামা,

নববর্ষকে করতে বরণ

বাংলা সালকে রাখতে স্মরণ।

ইলিশ ভাজি পান্তা ভাতে

খেয়ে সবাই সকালটাতে,

খুশির বন্যায় যাবে ভেসে

নববর্ষ ওঠবে নেচে।

খোকা খুকি সবাই মিলে

ঘুরবে তারা মতির ঝিলে,

কিনবে পুতুল মুক্তার মালা

সাথে যাবে ছোট খালা।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখ মাসে
পরবর্তী নিবন্ধনববর্ষের গান