নতুন ফিশারীঘাটে মাছ ব্যবসায়ীদের মানববন্ধন

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর নতুন ফিশারীঘাটের মাছ বাজার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ইজারা নেয়ার পরেও অবৈধ বাজার বলে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির সকল সদস্য ও মৎস্যজীবীরা অংশ নেন। সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২০১৭ সালে এই নতুন মাছ বাজার প্রতিষ্ঠত হয়। আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে বৈধভাবে ইজারা নিয়ে বছরে ৬১ লাখ ৬১ হাজার ৭৯৫ টাকা প্রদান করে আসছি। প্রতি বছর মাছ বাজারের ভাড়া ৬% হারে বৃদ্ধি করা হয়। তারপরেও একটি কুচক্রি মহল আমাদের এই বাজারকে অবৈধ বলে অপপ্রচার চালাচ্ছে। মাছ বাজার নিয়ে কোনো ধরণের ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো। আপনারা জানেন, পৃথিবীতে সকল মাছ বাজার বা ফিশ ল্যান্ডিং সেন্টার নদীর পাড়ে হয়ে থাকে। আমাদের বাজারটি নদীর পাড়ে হওয়ায় পরিবহন সুবিধা ছাড়াও মাছে বরফের বেশি প্রয়োজন হয় না। এছাড়া মাছের মান ভালো থাকে। আমরা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছি। এছাড়া এই বাজারের ওপর লক্ষাধিক পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের সংগঠিত শক্তি
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বাস্থ্যক্যাম্প