মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু লেখা সম্ভব নয়। অথচ নতুন প্রজন্মকে এখন মিথ্যা ইতিহাস শেখাচ্ছে আওয়ামী লীগ।
গতকাল শনিবার নগরীর বাগমনিরাম ওয়ার্ড যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। হাজী রেজাউল করিম মানিকের সভাপতিত্বে ও আবুল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, এমদাদুল হক বাদশা। বক্তব্য রাখেন জাকির হোসেন শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












