বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। আর নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেছেন উভয় সংগঠনের নেতারা। আজ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপি, জামায়াতে ইসলামীসহ অভ্যুত্থানে যুক্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। খবর বিডিনিউজের।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে (বৃহস্পতিবার) রাতের মধ্যে আমাদের আরও আলাপ–আলোচনা সুযোগ আছে। তবে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেইজেও গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৬ মিনিটে ‘জাতীয় নাগরিক পার্টি’, ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) লিখে পোস্ট করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরইমধ্যে নতুন দলের আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম চূড়ান্ত হয়েছে। কয়েকটি পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকায় সেগুলো নিয়ে এখন আলাপ–আলোচনা চলছে। বৃহস্পতিবার দুপুরে নাগরিক কমিটির অফিসে আসেন সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। পরে দুই সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।
গত বছর আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠন করা হচ্ছে এই নতুন দল। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শ থেকে ২০০ জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তন। ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা ৩০০ জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো গঠন করা হবে। সারাদেশে এ দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে চলছে নানা তৎপরতা।
প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ : জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠকরা। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অভ্যুত্থানে যুক্ত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে নতুন দলটি। গতকাল সন্ধ্যায় নতুন দলের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম ও সাইফ মোস্তাফিজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।