সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন জাকিয়া সুলতানা, যিনি এতোদিন শিল্প মন্ত্রণালয়ে একই দায়িত্বে ছিলেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। খবর বিডিনিউজের।
মকবুলের স্থলাভিষিক্ত হওয়া জাকিয়া ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার স্বামী আতিকুল ইসলাম পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক। নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে বদলি করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয়েছে।
এদিকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন অবসরে যাচ্ছেন ৩০ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হওয়া আমিনুল বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন ১৯৮৯ সালে। আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে একই বিভাগে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। তিনি ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।