আসছে ভালবাসা দিবস। এ দিবস উপলক্ষে নির্মাতা সাখাওয়াৎ মানিক এক তরুণ-তরুণীকে নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ইমোশন’। নাটকটিতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন তামিম খন্দকার ও অনন্যা সাহা। এতে আরও দুটি চরিত্রে দেখা যাবে সম্রাট ও ত্বন্নিকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাখাওয়াৎ মানিক বলেন, আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। সেই জায়গা থেকে একবারে নতুন দুই শিল্পীকে নিয়ে এক্সপেরিমেন্ট একটা কাজ করলাম। দুজনেই নতুন হিসেবে মোটামুটি আমার প্রত্যাশার জায়গাটা পুরণ করতে পেরেছেন। তাদের কাজের প্রতি আগ্রহ আছে। এটা আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, সিন্ডিকেটের মারপ্যাচে পড়ে টিভি ইন্ডাস্ট্রিতে যে শিল্পী সংকট দেখা দিয়েছে সেখানে নতুনদের আগমন ও কাজের প্রতি মনোযোগ অনেক উপকারে আসবে। তিনি আরও বলেন, ভালোবাসা দিবসের নাটক, তাই গল্পে প্রেম রয়েছে। তবে এই প্রেমটা একটু ভিন্নরকম। সঙ্গে যুক্ত হয়েছে সিচুয়েশনাল কমেডি। দর্শক তো প্রেমের নাটক আর কমেডি নাটক দেখতে পছন্দ করেন। নতুন অভিনেত্রী অনন্যা সাহা বলেন, নির্মাতা মানিক ভাইয়ার সঙ্গে নাটকে আমার পথচলা শুরু হলো। ‘ইমোশন’ নাটকে কাজের মাধ্যমে নতুন একটা জার্নি শুরু করলাম। আশা করছি দর্শকের ভালো লাগার মতো কাজ করতে পেরেছি। এ নাটকে আমার কো-আর্টিস্ট তামিমও নতুন। নতুন জুটি হিসেবে সবার মনে দাগ কাটতে চাই। আসছে ভালোবাসা দিবসে নাটকটি ড্রিমারস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা নিশ্চিত করেছেন।