ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক রোশান। এরইমধ্যে বেশ কিছু সিনেমা দিয়ে তিনি দর্শকের মনে আগ্রহ তৈরি করেছেন। হয়ে উঠেছেন প্রযোজক-পরিচালকদের ভরসার অভিনেতা। কাজ করেছেন তিনি ববি, পরীমনি, পূজা চেরীর মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে। এবার রোশান হাজির হচ্ছেন নতুন জুটি নিয়ে। তার বিপরীতে কাজ করতে দেখা যাবে মডেল-অভিনেত্রী রাহা তানহা খানকে। তারা জুটি বেঁধেছেন ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া ‘কর্পোরেট’ নামের ওয়েব ফিল্মে। তথ্যটি নিশ্চিত করলেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার ফেরারী ফরহাদ। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের নায়ক রোশান এবারই প্রথম ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। এখানে রোশানের বিপরীতে আরও দেখা যাবে চিত্রনায়িকা আঁচল আঁখিকে। থাকবেন নন্দিত অভিনেতা শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই। এটি নির্মাণ করবেন ফরিদুল হাসান। ফিল্মটির কাহিনিও তারই।