চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকেন নতুন গান নিয়েও। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো বন্ধ থাকায় নতুন গানেই মনোযোগ দিয়েছেন এ গায়িকা। সব মিলিয়ে কি অবস্থা? ঐশী বলেন, বেশ ভালো আছি, সুস্থ আছি। ব্যস্ততা কি নিয়ে? এ গায়িকা বলেন, গান নিয়েই যাচ্ছে ব্যস্ততা। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ বন্ধ আছে। এটা অন্য শিল্পীদের মতোই আমারও অত্যন্ত পছন্দের জায়গা। কারণ শ্রোতাদের ভালোবাসা এখানে সরাসরি পাওয়া যায়। তবে নতুন গান দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হলো সেরা গায়িকা হিসেবে। পুরস্কার প্রাপ্তির পর দায়িত্ব আরো বেড়েছে বলে মনে হয়? ঐশী বলেন, তাতো অবশ্যই। আমার প্রতি শ্রোতাদের প্রত্যাশাও বেড়েছে। শ্রোতাদের সেই প্রত্যাশা পূরনের চেষ্টা করছি। এমন কিছু গান করতে চাই যা শ্রোতাদের মনে দীর্ঘদিন টিকে থাকবে।