নতুন কিছু প্রবর্তনের সীমানা নেই, এটা সবার জন্য বিশ্বজনীন হওয়া উচিত

আইআইইউসির সায়েন্স কনফারেন্সে এনএসটিইউ উপাচার্য প্রফেসর ড. ইসমাঈল

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির (এনএসটিইউ) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল বলেছেন, নতুন কিছু প্রবর্তনের কোনো সীমানা নেই, এটা সবার জন্য বিশ্বজনীন হওয়া উচিত। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন সৃষ্টিতে ভবিষ্যতের দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। যারা জুলাইআগস্ট বিপ্লবে জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে কেন্দ্রীয় মিলনায়তনে ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শীর্ষক দু’দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য দেন, আইআইইউসির সাবেক উপাচার্য ও প্রফেসর এমিরেটাস ড. এ কে এম আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। বক্তব্য দেন, আয়োজন কমিটির কনভেনার প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সভাপতির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আইআইইউসি এই দেশ ও জাতিকে ৪৭ হাজার গ্র্যাজুয়েট উপহার দিয়েছে। জ্ঞান বা প্রজ্ঞা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় উপহার। মহানবী (.) শিখিয়েছেন যে, অজ্ঞতা মানব সমপ্রদায়ের এক বড় দারিদ্র্য। শিক্ষা ছাড়া একজন মানুষ হাতিয়ার বিহীন সাহসী মানুষের সাথে তুলনীয়।

উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সে দেশের ৬২টি সরকারিবেসরকারী বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, হল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি ও সৌদি আরবসহ ১৯টি দেশের স্বনামখ্যাত ৩০টি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকপ্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র বেচতে এসে রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকাদান কর্মসূচি