নতুন করে আরও দুই প্যানেল ঘোষণা

চবি প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন করে আরও দুটি প্যানেলের ঘোষণা এসেছে। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট সমর্থিত ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদের’ প্যানেলে ভিপি পদে রয়েছেন তামজিদ উদ্দিন, জিএস পদে সাকিব মাহামুদ রুমি ও এজিএস পদে মো. রোমান রহমান। অন্যদিকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঘোষিত ‘রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি’ প্যানেলে ভিপি পদে আছেন কেফায়েত উল্লাহ, জিএস পদে কাজী শাহরিয়ার উল্লাহ এবং এজিএস পদে জোনায়েদ শিবলী।

গতকাল শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দুপুর ১২টার দিকে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে ‘রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি’ নামে পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট।

ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের অন্যান্য পদের সদসদ্যরা হলেন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. সবুজ, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক দেওয়ান রহমান, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম (সাঈদ), সহদপ্তর সম্পাদক শাফিন রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তৈৗহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. নাজমুছ ছাকিব, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত এবং পাঠাগার ও ক্যাটাগরিয়া বিষয়ক সম্পাদক মো. মারুফ। নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান ও সালমান মাহাম্মদ সজিব।

অপরদিকে, রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেলের অন্য দুই সদস্য হলেন, দপ্তর সম্পাদক পদে রয়েছেন ফাইন্যান্স বিভাগ ২০২১২২ সেশনের তাহসীন কারিমুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে আছেন ইংরেজি বিভাগের ২০২২২৩ সেশনের সাবিহা তাহসিন শ্রীজা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আপাতত পাঁচটি পদের এ প্যানেল নিয়েই তারা চাকসু নির্বাচনে অংশ নেবেন। তবে যোগ্য কোনো প্রার্থী যুক্ত হতে চাইলে সাংগঠনিকভাবে তা বিবেচনা করা হবে।

চাকসু ও হল সংসদের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ শুরু হয়। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন ছিল। আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গুলি বিনিময়
পরবর্তী নিবন্ধচাকসু নির্বাচনে লড়ছেন ৪৮ নারী প্রার্থী