নতুন ইসির প্রথম পরীক্ষা

কুমিল্লায় ভোট আজ

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

আস্থার সংকটে ভুগছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নেতৃত্বে কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে তার নেতৃত্বাধীন কমিশনের হাত ধরে ফের সুষ্ঠু নির্বাচনী সুবাতাস বইবে কিনা, তা জানা যাবে আজ। গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পাওয়া এ কমিশন স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তব, সে পরীক্ষার ফলাফল দেখা যাবে আজ বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশনসহ (কুসিক) দেড় শতাধিক স্থানীয় নির্বাচনে। প্রথম বড় কোনো নির্বাচন, তাই চাপও বেশি। ভোট অবাধ ও সুষ্ঠু করতে চেষ্টার ত্রুটি রাখছে না কমিশন। কুসিক ভোটের সব কার্যক্রম সম্পন্ন। আজ সকাল ৮টা থেকে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। খবর বাংলানিউজের।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও তিনটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন, পাঁচ পৌরসভায় সাধারণ ও একটিতে একটি ওয়ার্ডে উপনির্বাচন, ১৩২টি ইউনিয়নে সাধারণ ও ৪৭টি ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুসিক, ১৩২ ইউপি ও দুটি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
এদিকে কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ প্রার্থী। ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুসিক নির্বাচনে বিএনপি নেতা হিসেবে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হয়েছিলেন। বিএনপি নির্বাচন বর্জন করায় এবং আজীবন দল থেকে বহিষ্কার করায় সাক্কু হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধবিনা বেতনে ছয় মাস গান শেখানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধমহেশখালীর দুই ইউপিতে আজ ইভিএমে ভোট