নতুন অধ্যায়ে ফারিণ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অনেকে আগেই ঘোষণা দিয়েছিলেন প্রযোজনায় আসছেন। এবার জানালেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। খবর বাংলানিউজের।

গত শুক্রবার ফেসবুক ও ইনস্টাগ্রামে এক পোস্টে ফারিণ জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফড়িং ফিল্মস। এর মাধ্যমে অভিনেত্রী পরিচয় ছাড়াও ফারিণের নামের পাশে প্রযোজক নামটিও যুক্ত হতে যাচ্ছে। সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ফারিণ লেখেন, নতুন অধ্যায়ের শুরু-‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন অভিনেত্রী। এদিকে ফারিণকে সব শেষ বড় পর্দায় দেখা যায় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ। এছাড়াও কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করছেন।

পূর্ববর্তী নিবন্ধতোতলামো : এটি বোঝা নয়, বোঝার বিষয়
পরবর্তী নিবন্ধমেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ নভেম্বর হতে আবার শুরু