নটরডেম ক্যাথেড্রালের উদ্বোধনীতে যোগ দিয়ে বিশ্ব মঞ্চে ফিরেছেন ট্রাম্প

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

প্যারিসের বিখ্যাত নতরদাম ক্যাথেড্রাল ধ্বংসাত্মক এক অগ্নিকাণ্ডে ছারখার হওয়ার পর সাড়ে পাঁচ বছর পর ফের এর দ্বারগুলো উন্মুক্ত করতে চলছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে হাজির হচ্ছে গথিক এই মাস্টারপিসটি। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের ১৫ এপ্রিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৬০ বছরের পুরনো মধ্যযুগীয় ক্যাথেড্রালটির চূড়া ও ছাদ ধ্বংস হয়ে কয়েক মিনিটের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ে। খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছিল নতরদাম ক্যাথেড্রালের নির্মাণ কাজ, শেষ করতে লেগেছিল একশ বছর। এত দীর্ঘ সময় নিয়ে তৈরি ক্যাথেড্রাল ২০১৯ সালে আগুনে কয়েক ঘণ্টাতেই পুড়ে ছারখার হয়। বিশ্বজুড়ে মানুষ টেলিভিশনে সরাসরি দেখেছিল, কীভাবে আগুন নতরদামের ছাদ গ্রাস করছিল। শেষে ক্যাথেড্রালের চূড়া ধসে পড়ে। ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি হচ্ছে ক্যাথেড্রাল।

ফ্রান্স ও প্যারিসের প্রতীক হিসেবে বিবেচিত ক্যাথেড্রালটিকে নিখুঁতভাবে পুননির্মাণ করা হয়েছে। অতি সতর্কভাবে করা কাজের মাধ্যমে ক্যাথেড্রালটির অতীত গৌরব ফিরিয়ে আনা হয়েছে। এর শ্বেত পাথর ও সোনার কারুকাজ আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। পুননির্মিত নতরদাম ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্পও ফের বিশ্ব মঞ্চে ফিরে এলেন। ট্রাম্প এখনও আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেননি তবে এরই মধ্যে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।

এক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম বিদেশ সফর। তার সফর প্রেসিডেন্ট মাক্রোঁকে ইউরোপ এবং মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিতে পারে। সফরের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তবে তাদের আলোচনার কোনো এজেন্ডা ঘোষণা করা হয়নি।

ট্রাম্প পুননির্বাচিত হওয়ায় ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। কারণ ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ট্রাম্প কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার করে নিতে পারেন। মাক্রোঁ ন্যাটো সামরিক জোট এবং ইউক্রেন যুদ্ধে কিয়েভের দৃঢ় সমর্থক। অন্যদিকে ট্রাম্প মনে করেন, ইউরোপীয় দেশগুলিকে তাদের প্রতিরক্ষা খাতের জন্য আরও অর্থ ব্যয় করতে হবে এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

ট্রাম্পের পাশাপাশি নটরডেমের অনুষ্ঠানে থাকছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে, ক্যাথলিক ধর্মাবলম্বী ও পর্যটকদের জন্য শনিবার থেকে খুলছে এই ক্যাথেড্রালের দ্বার।

পূর্ববর্তী নিবন্ধগাজায় শরণার্থী শিবির-হাসপাতালে হামলায় নিহত আরও প্রায় ৫০
পরবর্তী নিবন্ধ২১শ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার