কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকায় ১৫ দিন আগে দুর্ঘটনায় আহত রাউজানের মো. জাফর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত ১০ মার্চ নজুমিয়া হাটে কার-কভার্ডভ্যান সংঘর্ষের ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন জাফর। ওই সময় গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছিলেন। এ সময় ঘটনাস্থলে নিহত হয়েছিলেন কার চালক; আহত হয়েছিলেন জাফরসহ আরো চারজন। তিন সন্তানের জনক জাফর উপজেলার কদলপুর ইউনিয়নের হযরত আজিজুল হক নক্সবন্দির মাজার এলাকার মৃত দানু মিস্ত্রির পুত্র।