নজিরবিহীন বৃষ্টিতে স্থবির করাচি, ৬ মৃত্যু

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১২:০৬ অপরাহ্ণ

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচি মঙ্গলবার নজিরবিহীন ভারি বৃষ্টিতে অচল হয়ে পড়ে, বহু এলাকা তলিয়ে যায়। বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে করাচিবাসী অসহায় ও হতাশবোধ করছে বলে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে। খবর বিডিনিউজের।

প্রবল বৃষ্টি করাচির ভঙ্গুর অবকাঠামোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। অতিরিক্ত পানির চাপে ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কগুলো তলিয়ে যাওয়ায় প্রায় পুরো শহরের জীবনযাত্রা অচল হয়ে পড়ে। নগরীর অভিজাত এলাকা ডিফেন্স হাউজিং কর্তৃপক্ষ এবং ক্লিফটনের ঘরবাড়িও তলিয়ে যায়। এতে এসব এলাকার বাসিন্দারাও চরম দুর্ভোগে পড়েন। আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত গুলশানহাদীদ এলাকায় সবচেয়ে বেশি, ১৭০ মিলিমিটার (৬ দশমিক ৬৯ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সবচেয়ে কম ৬৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ওরাঙ্গি টাউন এলাকায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন