নজরুলের সাহিত্য সাধনাও তার শ্রেণি অবস্থান থেকেই প্রস্ফুটিত

পরিচয় সাহিত্য সংসদের সভায় বক্তারা

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:২৯ অপরাহ্ণ

জার্মান দার্শনিক কার্ল মার্স্ক বলেছেন, মানুষের চিন্তা চেতনা নির্ধারিত হয় তার শ্রেণি অবস্থান থেকে। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনাও তার শ্রেণি অবস্থান থেকেই প্রস্ফুটিত হয়েছে। তবে তার শৈশব ও কৈশোরের দারিদ্র, লেটো দলে গান গাওয়া, সৈনিক জীবন, তার বন্ধু কমিউনিস্ট নেতা সন্দ্বীপের মোজাফফর আহমদের (কাকাবাবু) সংস্পর্শে এসে লাঙ্গল পত্রিকা সম্পাদনা এবং তার সাংবাদিক জীবন তার বিপ্লবী সাহিত্য চর্চাকে প্রভাবিত করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১শ ২৩তম জন্মদিবস উপলক্ষে পরিচয় সাহিত্য সংসদের উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রাম মিলনায়তনে ২৮ মে এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শিব প্রসাদ। অনুষ্ঠানে কবি নজরুলের স্মৃতি বিজড়িত স্থান চট্টগ্রাম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক এ কে এম মোফাজ্জল হায়দার। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী, রাজা মিয়া, নজরুল ইসলাম সাদা, সঞ্চয় কুমার দাশ, আবদুল গফফার খান, ইমরান ফারুকী, মহীশূর বাপ্পী, গীতিকার আশিক বন্ধু, শ্রমিক নেতা আবুল বশর প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সৌরভ দাশ, সঞ্চয় কুমার দাশ ও শিব প্রসাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ইংরেজি বিভাগের ওয়েবিনার
পরবর্তী নিবন্ধফিরিঙ্গি বাজার ওয়ার্ডে অনলাইন সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন