নজরুল কনসার্ট গাইবে দেশের ১০ ব্যান্ড

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান সব সময় আন্দোলন ও সংগ্রামে উদ্দীপনা জুগিয়েছে। সমপ্রতি দেশের ছাত্রজনতার অভ্যুত্থানে নজরুলের গানকবিতায় প্রেরণা দিয়েছে আন্দোলনকারীদের। এবার বিদ্রোহী কবির উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আগামী ৩০ মে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য কনসার্টে দেশের ১০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে আয়োজিত কনসার্টটি সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের নাট্য সম্ভারে আজ ‘অস্পৃশ্য’
পরবর্তী নিবন্ধনগরীতে ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন ২৩ ও ২৪ মে