নগরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ চারা বিতরণ করবে চসিক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

রোপণের জন্য নগরের স্কুলকলেজের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ৫ লক্ষ গাছের চারা বিতরণ করবে চসিক। এছাড়া স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৫ হাজার চারা রোপণ করা হবে। এর মধ্য দিয়ে নগরীকে সবুজায়ন করতে চান মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার টাইগারপাস্থ চসিকের বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণেরর মধ্যদিয়ে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও সবুজ নগর গড়ার প্রত্যয়ে শহরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান।

মেয়র বলেন, পরিকল্পিতভাবে চারা লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আজকে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য।

মেয়র বলেন, আমরা যেমন পরিবেশকে আঘাত করেছি তেমনি পরিবেশও আমাদের প্রতি বৈরী আচরণ করছে। যার ফলে অতিরিক্ত খরা ও অতি বৃষ্টি দেখা দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চল সৃষ্টি করতে হবে। এই লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সহ শহরের স্কুলকলেজের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ৫ লক্ষ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। এছাড়া প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে রোপণের জন্য ৫ হাজার করে চারা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ম্যালিরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশামীম শাহাদাত বক্করসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
পরবর্তী নিবন্ধআন্দোলন থেকে না সরলে হত্যার পর লাশ গুম করার হুমকি