নগরের বিভিন্ন পুকুর-জলাশয়ে ১১৪ কেজি মাছের পোনা অবমুক্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরে প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১১৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর। এর মধ্যে বানৌজা ইসা খান ও অন্যান্য ঘাটিতে ৬৩ কেজি, বাংলাদেশ কোস্টগার্ডের পুকুরে ৩০ কেজি, বায়েজিদ বোস্তামী মাজার পুকুরে ২১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মামুন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বানৌজা ইসা খার অধিনায়ক ক্যাপ্টেন মাসুদুল ইসলাম চৌধুরী, কমান্ডার শফিউল মুজনেবিন, রাউজান ও সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর ও মো. কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের মৎস্য জরীপ কর্মকর্ত মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ৩ দিন পর স্বামীকে হত্যা করলেন নববধূ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময়