নগরের দেওয়ান বাজারে শুরু হলো ইকুইটি আজিজ নীড়ের নির্মাণ যাত্রা

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নির্মল পরিবেশে নির্মিত হতে যাচ্ছে এই বিলাসবহুল আবাসিক প্রকল্প “ইকুইটি আজিজ নীড়”। গতকাল বৃহস্পতিবার এক দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশিষ্ট স্থপতি উথেন ইয়ানএর নকশায় নির্মিতব্য ১০ তলা এই আবাসিক ভবনের প্রতি তলায় রয়েছে ২০১৫ বর্গফুটের দুটি করে মোট ১৮টি অ্যাপার্টমেন্ট। প্রতিটি অ্যাপার্টমেন্ট থেকেই খোলা বারান্দায় বসে প্রকৃতির অনিন্দ্য দৃশ্য উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। নাগরিক জীবনের সকল আধুনিক সুবিধা ও সর্বোচ্চ মানের ফিনিশিংসহ প্রকল্পটি সাজানো হয়েছে সবুজে ঘেরা স্থাপত্যশৈলীতে। এখানে থাকছে প্রশস্ত কমিউনিটি স্পেস, সুসজ্জিত জিমনেশিয়াম, আধুনিক লাউঞ্জ, বারবিকিউ কর্নারসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সুযোগসুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকুইটি গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ভূমির মালিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েকজন সম্ভাব্য ক্রেতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসিটি রেড ক্রিসেন্টের ক্রাইসিস হিরোস এপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স