নগরের তিন স্থান থেকে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ

ফুটপাত ও সড়ক দখল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

নগরের পাঠানটুলী সুপারিওয়ালা পাড়া, আগ্রাবাদ ও মুরাদপুর এলাকায় পৃথক অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় ৯ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে ডবলমুরিং থানার পাঠানটুলী ওয়ার্ডের ১ নম্বর সুপারিওয়ালা পাড়ায় রাস্তায় অবৈধভাবে বসানো প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করে সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেয়া হয়। একই অভিযানে আগ্রাবাদ আমেরিকান হাসপাতাল সংলগ্ন আজিজ মিয়ার গোডাউনের টেকের মোড় এলাকায় ৮টি দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

এছাড়া মুরাদপুরে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান আজিজ।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে চুয়েটের হলে শিক্ষকের মদপান তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে জয়ী ১৫ জন