নগরীর ঐতিহ্যবাহী পাহাড়তলী সেন্ট জেভিয়ার্স গির্জা, জামালখান সেন্ট মেরীজ গির্জা, পাথরঘাটা সেন্ট প্লাসিড গির্জা এবং স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি ধর্মীয় নেতা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং স্থাপনাগুলোর নিরাপত্তা, সংরক্ষণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
গতকাল বিকালে সিএমপি কমিশনার এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম একটি বহু ধর্ম ও সংস্কৃতির শহর। এখানে সকল ধর্মাবলম্বীর ধর্মীয় প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা চট্টগ্রাম মহানগর পুলিশের অন্যতম অগ্রাধিকার। তিনি সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সৌহার্দ্য ও সমপ্রীতি বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় সেখানে সিএমপির উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত) সংশ্লিষ্ট উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।












