নগরে ৬২ ব্রিজ-কালভার্টের নিচে ১৫৩টি পাইপলাইন

পাইপগুলো জলাবদ্ধতার বড় কারণ সরাতে ওয়াসা, বিটিসিএল ও কেজিডিসিএলকে চিঠি দিলেও সাড়া নেই

মোরশেদ তালুকদার | রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

নগরের সিরাজুদ্দৌলা রোডের চকবাজার পোস্ট অফিসের সামনে কাঁচাবাজার শাখা খালের উপর বিদ্যমান কালভার্টটি মূল সড়ক থেকে ২০ ইঞ্চি উঁচু। পানি চলাচলের প্রবাহ বাড়াতে ২০২১ সালে পুরনো বঙ কালভার্ট ভেঙে নতুন করে এটা নির্মাণ করা হয়। তবে নতুন কালভার্টটি উঁচু করলেও পুরোপুরি সুফল মিলছে না। কারণ, এ কালভার্টের নিচে রয়েছে ৬টি পাইপলাইন। এর মধ্যে ওয়াসার ৮ ইঞ্চি ব্যাসের তিনটি এবং গ্যাসের ৬ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন রয়েছে। ভাসমান ময়লাআবর্জনা এসে এসব পাইপে আটকে যায়। এতে বাধাগ্রস্ত হয় পানির স্বাভাবিক গতিপ্রবাহ। শুধু চকবাজারের পোস্ট অফিসের সামনের এ কালভার্টটির নিচে নয়, এটিসহ নগরের পৃথক ৬২ ব্রিজকালভার্টের নিচে তিনটি সেবা সংস্থার ১৫৩টি পাইপলাইন রয়েছে। এর মধ্যে ২০টি ব্রিজ ও কালভার্টের অভ্যন্তরে রয়েছে বিটিসিএলের ২০টি টিঅ্যান্ডটি লাইন। এছাড়া ৫৯টি ব্রিজকালভার্টের অভ্যন্তরে চট্টগ্রাম ওয়াসার ৮৯টি পাইপলাইন এবং ৪৪টি ব্রিজকালভার্টের অভ্যন্তরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ৪৪টি পাইপলাইন রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব পাইপলাইন জলাবদ্ধতার অন্যতম কারণগুলোর একটি। সরেজমিনে বেশ কয়েকটি ব্রিজকালভার্টে গিয়ে দেখা গেছে, পাইপলাইনের কারণে আটকে আছে ময়লাআবর্জনা। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষাকালে ভারী বৃষ্টি হলে ময়লা আটকে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয় বেশি। বাধা পেয়ে পানি ফুলে উঠে আশেপাশের এলাকা তলিয়ে যায়।

জানা গেছে, ব্রিজকালভার্টের নিচে বিদ্যমান পাইপলাইনগুলো অপসারণ করার অনুরোধ করে সম্প্রতি নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক বিটিসিএলের চিফ জেনারেল ম্যানেজার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে পৃথক চিঠি দিয়েছেন। চিঠির সঙ্গে কোথায় কোথায় পাইপলাইন রয়েছে তার তালিকাও সরবরাহ করা হয়। তবে বেশ কিছুদিন পেরুলেও পাইপলাইন অপসারণে ব্যবস্থা নেয়ার দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি।

চিঠিগুলোতে বলা হয়েছে, জলাবদ্ধতা সমস্যা নিরসনের জন্য প্রকল্প এলাকার অন্তর্ভুক্ত কালভার্ট ও ব্রিজ দিয়ে পানির প্রবাহ চলমান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ, টিঅ্যান্ডটি ও অন্যান্য সেবামূলক সার্ভিসের পাইপলাইন থাকায় ময়লা আটকে ব্রিজকালভার্টসমূহ বন্ধ আছে। পাইপলাইনের জন্য পানিপ্রবাহ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বর্ষা মৌসুমের পূর্বে ব্রিজকালভার্টগুলোর অভ্যন্তরীণ পাইপলাইন অপসারণ করা না হলে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। চিঠিতে নিজস্ব ব্যবস্থাপনায় পাইপলাইনগুলো অপসারণে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাহ আলী আজাদীকে বলেন, পাইপগুলো জলাবদ্ধতার বড় কারণ। এগুলো সরাতেই হবে। কারণ পাইপগুলোতে ময়লা আটকে আছে। এর কারণে আপলাইনের দিকে পানি ফুলে উঠেছে। বৃষ্টি হলে এ সমস্যা বাড়বে।

পাইপলাইন সরাতে চিঠি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, চিঠি দেয়ার পর ওয়াসা যোগাযোগ করেছিল। কোথায় কোথায় পাইপ আছে তা দেখানোর জন্য তারা আমাদের একজন লোক দিতে বলে। আমরাও দেব বলেছি। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। বিটিসিএল ও কেজিডিসিএল এখন পর্যন্ত সাড়া দেয়নি। তিনি বলেন, এর আগে আমরা সরাসরি চিঠি দিয়েছিলাম। এখন আমরা সিডিএকে লিখব। তখন সিডিএর পক্ষ থেকেও চিঠি দেয়া হবে।

টিঅ্যান্ডটি লাইন : বিটিসিএলের পাইপলাইন রয়েছে সিঅ্যান্ডবি মোড়, কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির, বিবিরহাট বায়েজিদ পাবলিক স্কুল, বায়েজিদ ফায়ার সার্ভিস, লালখান বাজার, আসকার দীঘির বাজার, জামালখান সিকদার হোটেল, রহমতগঞ্জ আবদুর সাত্তার রোড, জামালখান কুসুমকুমারী স্কুল, দেওয়ান বাজার জয়নব কলোনি, পাথরঘাটা ব্রিক ফিল্ড, চান্দগাঁও আবাসিক বি ব্লক, হাজিরপুল, হাটহাজারী সড়কের মাবুদ উকিলের বাড়ি, জামালখান লেইন, শেখ মুজিব রোড ও গয়নার ছড়ার পাহাড়তলী সরাইপাড়া এলাকার ব্রিজকালভার্টের নিচে।

ওয়াসার পাইপলাইন : ওয়াসার পাইপলাইন রয়েছে সিঅ্যান্ডবি মোড়, সানমার টাওয়ার, ২ নং গেটের কবরস্থান ও ভূমি কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম মেডিকেলের কেয়ার ল্যাব ক্লিনিক, জাতিসংঘ পার্ক, বৌদ্ধ মন্দির, কাতলগঞ্জ আবাসিক, চকবাজার ফুলতলা ব্রিজ, চকবাজার নবাব হোটেল এলাকা, বাদুরতলা বড় গ্যারেজ, বিবিরহাট, বায়েজিদ পাবলিক স্কুল, হামজারবাগ, বায়েজিদ ফায়ার সার্ভিস, পাথরঘাটা ব্রিক ফিল্ড ও আশরাফ আলী রোড ব্রিজ, চান্দগাঁও আবাসিক বি ব্লক, হাজিরপুল, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, হামজারবাগ সংগীত মোড় পেট্রোল পাম্প, আজব বাহার খাল, ডিটি রোড, বায়েজিদ রোড মনছুর আলী শাহ মাজার, ফকির পাড়া মসজিদ, বিবিরহাট আবাসিক, অঙিজেন মুক্তিযোদ্ধা অফিস, দামপাড়া ২নং পল্টন রোড, মতিঝর্ণা ১ নং লেইন, লালখান বাজার, আসকার দীঘির বাজার, হেমসেন লেন, জামালখান শরীফ কলোনি, কুসুমকুমারী স্কুল, জামালখান সিকদার হোটেল, রহমতগঞ্জ আবদুর সাত্তার রোড, দেওয়ান বাজার জয়নব কলোনি, সিরাজুদ্দৌলা রোড, টেরিবাজার স্বর্ণ পট্টি, আরাকান রোড জহির অ্যান্ড ব্রাদার্স, বায়েজিদ রোড বিএসআরএম, ২ নং গেইট সিডিএ বিল্ডিং, হাটহাজারী সড়কের মাবুদ উকিলের বাড়ি, জামালখান লেন, জামালখান বাই লেন, জামালখান দাওয়াত হোটেল, কোরবানীগঞ্জ টেরিবাজার, পাঠানটুলি গার্লস স্কুল, শেখ মুজিব রোড, ওয়াপদার মোড়, নয়াবাজার, আজব বাহার খালের মাথা, অলংকার, পাহাড়তলী সরাইপাড়া, বায়েজিদ রোড রুবি গেট, বহদ্দারহাট ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বহদ্দারহাট পুলিশ বঙ এবং বাদুরতলা বড় গ্যারেজ এলাকার ব্রিজ ও কালভার্টের নিচে। এর মধ্যে সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত পাইপলাইন রয়েছে, যার ব্যাস সর্বোচ্চ ১৮ ইঞ্চি পর্যন্ত।

কেজিডিসিএলের পাইপলাইন : সিঅ্যান্ডবি মোড়, সানমার টাওয়ার, ২ নং গেটের কবরস্থান ও ভূমি কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম মেডিকেলের কেয়ার ল্যাব ক্লিনিক, জাতিসংঘ পার্ক, বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ আবাসিক, আজব বাহার খাল, ডিটি রোড, আরাকান রোড জহির অ্যান্ড ব্রাদার্স, বায়েজিদ রোড বিএসআরএম, ২ নং গেইট সিডিএ বিল্ডিং, হাটহাজারী সড়কের মাবুদ উকিলের বাড়ি, জামালখান লেন, জামালখান বাই লেন, জামালখান দাওয়াত হোটেল, কোরবানীগঞ্জ টেরিবাজার, পাঠানটুলি গার্লস স্কুল, শেখ মুজিব রোড, আজব বাহার খালের মাথা, অলংকার, পাহাড়তলী সরাইপাড়া, বহদ্দারহাট ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বহদ্দারহাট পুলিশ বঙ ও বাদুরতলা বড় গ্যারেজ চকবাজার ফুলতলা ব্রিজ, চকবাজার নবাব হোটেল এলাকা, বাদুরতলা বড় গ্যারেজ, বিবিরহাট, বায়েজিদ পাবলিক স্কুল, হামজারবাগের সেন্টার, বায়েজিদ ফায়ার সার্ভিস, লালখান বাজার, আসকার দীঘির বাজার, শরীফ কলোনি, জামালখান সিকদার হোটেল, রহমতগঞ্জ আবদুর সাত্তার রোড, দেওয়ান বাজার জয়নব কলোনি, পাথরঘাটা আশরাফ আলী রোড ব্রিজ, চান্দগাঁও আবাসিক বি ব্লক, হাজিরপুল, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এলাকার ব্রিজ ও কালভার্টের নিচে।

পূর্ববর্তী নিবন্ধকাঠ প্লাস্টিক আর সিরিঞ্জে তৈরি হল মাটি কাটার স্কেভেটর
পরবর্তী নিবন্ধবাইক আটকে সাবেক সেনাসদস্যকে কুপিয়েছে সশস্ত্র দুর্বৃত্ত